মোঃ সুজন খন্দকার, স্টাফ রিপোর্ট ঃ নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির অভিযানে অবৈধ বালু উত্তোলন অভিযোগ ১ জন গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীর নাম মোঃ তুষার প্রামাণিক (২২)। সে পাবনা জেলার সুজানগর থানাধীন মানিকহাট ইউনিয়নের মালিফা ডিগ্রি কলেজ গ্রামের মোঃ দুলাল প্রামানিক এর ছেলে। এ-সময় তার সহযোগী অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জন পুলিশে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এদের বিরুদ্ধে অভিযোগ, তারা গোপনে অবৈধ বালু উত্তোলন সহ সেই বালু পরিবহনে ব্যবহার করছে অবৈধ নসিমন গাড়ি, যার কালো ধুয়ায় পরিবেশ দূষনসহ স্থানীয় স্কুলের কোমলমতী শিক্ষার্থীদের এবং জনসাধারণের শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এছাড়াও এই সব অবৈধ বালুবাহী যানবাহন চলাচলের জন্য প্রায়ই গ্রামের রাস্তায় দুর্ঘটনা ঘটে থাকে। ফলে স্থানীয় জনসাধারনের জীবন হুমকীর সম্মুখীন।
এবিষয়ে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি ওসি সাইদুর রহমান জানান, পদ্মা নদী অথবা নদীর তীরবর্তী যে কোন স্থান হতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতা গতকাল
অবৈধ বালু উত্তোলন অভিযোগে একজনকে গ্রেপ্তার করে, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।