বে-আইনি লে-অফ প্রত্যাহার পূর্বক কারাখানা চালু ও বেতন বকেয়া দাবিতে রাজধানীতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল
মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি
রাজধানীতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও বেতন বকেয়া দাবিতে কঠিন হুশিয়ারি শ্রমিক নেতাদের।
বে-আইনী লে-অফ প্রত্যাহার পূর্বক কারখানা চালু করে তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও মিছিল করেছে কারখানা শ্রমিকরা। শ্রমিকদের ন্যার্য অধিকার শরীলের ঘামের পরিশ্রমে টাকা বেতন বকেয়া থাকবে কেন। এক দিকে দ্রব্য মূল্য বৃদ্ধি অন্য দিক উপার্জনের বেতন বকেয়াতে শ্রমিকরা দিশাহারা অবস্থা তাই বাধ্য হয়ে রাস্তা নেমেছে শ্রমিক নেতারা। শ্রমিকদের দাবি তাদের উপার্জিত পোশাক বিদেশে রপ্তানি করে বিদেশ থেকে যেন আয় হয়, তাতে দেশ জনগণে কল্যাণে কাজ লাগে। দেশের সিংহভাগ বৈদেশিক মুদ্রা আয় হয় পোশাক শিল্প থেকে। সরকারের ও কারখানা মালিকদের প্রতি তাদের দাবি বে-আইনি লে-অফ প্রত্যাহার পূর্বক কারখানা চালু তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করতে হবে জোরালো দাবি শ্রমিক নেতাদের।