কাহালু (বগুড়া) প্রতিনিধি
শিশুকাল থেকে নাট্যচর্চা ও পরবর্তীতে একজন ভালো নাট্য সংগঠক বগুড়া জেলার কাহালু পৌর সদরের আব্দুল হান্নান। সংস্কৃতি ও থিয়েটার চর্চায় মূলত তাঁর ধ্যান-জ্ঞান হওয়ায় তিনি থিয়েটার হান্নান নামেই সবার কাছে বেশী পরিচিত।
আব্দুল হান্নান কাহালু বাজারের মৃত নমির উদ্দীনের ছেলে। তাঁর জন্ম ১৯৫৭ সালের ৭ আগস্ট। ১৯৬৮ সালে যখন ৪র্থ শ্রেণির ছাত্র তখন থেকেই তিনি নাট্যচর্চা শুরু করেন। বড় ভাইদের মুক্তিযুদ্ধে অংশগ্রহন ও রাজনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুবাদে আব্দুল হান্নান পারিবারিকভাবেই রাজনীত ও সংস্কৃতির প্রতি আগ্রহী হয়ে উঠেন। তিনি ছোটবেলা থেকেই নিজেকে সফল সংস্কৃতি ও নাট্যকর্মী হিসেবে গড়ে তুলবার স্বপ্ন দেখেন।
আব্দুল হান্নান জানান, পরিবার-পরিজন ও সংসার সচল রাখতে আমি সমবায় সমিতির সাথে যুক্ত থেকে মাছ চাষ করি। আমি যেন আমৃত্যু বাঙালি সংস্কৃতি লালন ও পালনের সাথে যুক্ত থেকে এ পৃথিবী ছেড়ে চলে যাই এই প্রত্যাশা আমার।
কাহালুর হান্নানের ধ্যান-জ্ঞান সংস্কৃতি ও থিয়েটার চর্চা
কাহালু (বগুড়া) প্রতিনিধি
শিশুকাল থেকে নাট্যচর্চা ও পরবর্তীতে একজন ভালো নাট্য সংগঠক বগুড়া জেলার কাহালু পৌর সদরের আব্দুল হান্নান। সংস্কৃতি ও থিয়েটার চর্চায় মূলত তাঁর ধ্যান-জ্ঞান হওয়ায় তিনি থিয়েটার হান্নান নামেই সবার কাছে বেশী পরিচিত।
আব্দুল হান্নান কাহালু বাজারের মৃত নমির উদ্দীনের ছেলে। তাঁর জন্ম ১৯৫৭ সালের ৭ আগস্ট। ১৯৬৮ সালে যখন ৪র্থ শ্রেণির ছাত্র তখন থেকেই তিনি নাট্যচর্চা শুরু করেন। বড় ভাইদের মুক্তিযুদ্ধে অংশগ্রহন ও রাজনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুবাদে আব্দুল হান্নান পারিবারিকভাবেই রাজনীত ও সংস্কৃতির প্রতি আগ্রহী হয়ে উঠেন। তিনি ছোটবেলা থেকেই নিজেকে সফল সংস্কৃতি ও নাট্যকর্মী হিসেবে গড়ে তুলবার স্বপ্ন দেখেন।
আব্দুল হান্নান জানান, পরিবার-পরিজন ও সংসার সচল রাখতে আমি সমবায় সমিতির সাথে যুক্ত থেকে মাছ চাষ করি। আমি যেন আমৃত্যু বাঙালি সংস্কৃতি লালন ও পালনের সাথে যুক্ত থেকে এ পৃথিবী ছেড়ে চলে যাই এই প্রত্যাশা আমার।