1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংবাদ প্রকাশের জেরে প্রতারক চক্রের হুমকি, সাংবাদিককে হত্যা ও মিথ্য মামলায় ফাঁসানোর চেষ্টা রাজশাহীতে আইন উপদেষ্টা নির্বাচন প্রসঙ্গ এড়িয়ে প্রশিক্ষণার্থীদের প্রশংসা।         আওলিয়ায়ে কেরামের আদর্শ অনুসরণের মাধ্যমেই বাতিল মতবাদের প্রভাব থেকে মুক্তি ও জীবনকে সুন্দর করা সম্ভব স্কুলে নেই শিক্ষক-শিক্ষার্থী  ক্লাসরুম ভাড়া হয় আবাসিক হোটেল আদলে প্রকৌশলীদের আল্টিমেটামের সমাপ্তি, পুনরায় রাজপথে রুয়েট শিক্ষার্থীরা।   মতলুবর স্যারের পাঠ জয়পুরহাটে তিনটি হিমাগার থেকে গোপনে ৫০ হাজার বস্তা আলু বিক্রি! মেহেরপুরে শ্বশুর হত্যার অভিযোগে জামাই আলমগীর হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো দুই বছরের দেওয়া হয়েছে। রায়পুর পৌরসভার লাইসেন্স শাখায় ঘুষ ও অনিয়ম,অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তানোর সদর ইউনিয়ন ভূমি  অফিস পরিদর্শন করলেন ড:চিত্রলেখা নাজনীন।        

রাজবাড়ীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ২। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

 

রাজবাড়ীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ২

মোঃ সুজন খন্দকার ঃ অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানের যাত্রীর নাম খয়বর আলী খান (৮০)। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের চর কামিয়া গ্রামের বাসিন্দা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভ্যানচালকের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ইউসুফ আলী জানান, টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামক ট্রেনটি গোপালগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল। আর ব্যাটারি চালিত ভ্যানগাড়িটি কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে মদাপুর বাজারের দিকে যাচ্ছিল। সূর্যদিয়া এলাকায় অরক্ষিত রেল ক্রসিং পার হবার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ভ্যানগাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ভ্যান চালক ও যাত্রী মারা যান।

নিহত খয়বর আলী খানের ভাতিজা কুদ্দুস খান বলেন, সকালে মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমার চাচা বাড়ি থেকে বের হন। কিন্ত সূর্যদিয়া এলাকায় অরক্ষিত রেল ক্রসিয়ে ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। রেল ক্রসিংয়ে ব্যারিয়ার ও গেটম্যান থাকলে এ দুর্ঘটনা ঘটতোনা।

স্থানীয় রফিক মিয়া বলেন, রেল কর্তৃপক্ষ যদি গেটম্যানই না দিতে পারে তাহলে রেল লাইনের উপর দিয়ে রাস্তা নির্মাণের অনুমতি দিয়েছে কেন। আমাদের প্রতিনিয়ত ঝূঁকি নিয়ে এখান দিয়ে চলাচল করতে হয়।

ইউসুফ আলী মোল্লা বলেন, অরক্ষতি এই রেল ক্রসিংয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আমরা বার বার বলার পরেও এখানে ব্যারিয়ার ও গেটম্যান দেয়া হয়নি। রেল কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি এই রেল ক্রসিংয়ে ব্যারিয়ার ও গেটম্যান দেয়া হোক।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
অরক্ষিত রেল ক্রসিংয়ের বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করবেন বলে জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD