বিশেষ প্রতিনিধি ঃ সাবেক ছাত্র নেতা নোয়াখালী ৪ সদর সুবর্ণচরের এমপি পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় নেতা সোহাগ চৌধুরীর সুদীর্ঘ ৫ বছরের অক্লান্ত পরিশ্রমে রেলপথ মন্ত্রণালয়ের স্মারক নাম্বার ৫৪.০০.২৬০০.০০৮.১৮.০২০.২৩.(অংশ ১) ৩০৬ তারিখ ৩০.১০.২০২৩ উপসচিব তৌফিক ইমাম স্বাক্ষরিত চিঠিতে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন পেয়েছে ঢাকা – নোয়াখালী নতুন আন্ত নগর সুবর্ণ চর এক্সপ্রেস। নোয়াখালীর গরীব,অসহায়, দুস্থ এবং অসুস্থ মানুষের জন্য এ স্মার্ট ট্রেন টি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। নোয়াখালী গণমানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে নোয়াখালী বাসীর পক্ষে সোহাগ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কয়েকবার মাননীয় রেলমন্ত্রীর সাথে জোরালো লবিং করে অবশেষে ট্রেন উপহার পেলো। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ঢাকা নোয়াখালী রুটে নতুন স্মার্ট ট্রেন দেওয়ায় সোহাগ চৌধুরী অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় সেতুমন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপি মহোদয়ের নিকট।আরও ধন্যবাদ জানান মাননীয় রেলমন্ত্রী,রেলসচিব এবং রেল ডিজি,বিশিষ্ট সাংবাদিক মরহুম রফিকুল আনোয়ার,এইচ এম ফুয়াদ,সাজ্জাদ সহ আরো অনেকের প্রতি।