নিখোঁজ এর ৩৩ ঘন্টা পর লৌহজং নদী থেকে আনসার সদস্য এর মরদেহ উদ্ধার।
মোঃ মোবারক হোসেন নাদিম
নিজস্ব সংবাদদাতা
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজলার লৌহজং নদীতে পড়ে নিখোঁজ হওয়া আনসার সদস্য মোঃ সাইফুল ইসলাম (২৮) এর মরদেহ নিখোঁজ এর ৩৩ ঘন্টা পর ২৩ অক্টোবর সোমবার দুপুর-১ টার দিকে ফায়ার সার্ভিস টাঙ্গাইল ইউনিটের ডুবুরি দলের সদস্যরা লৌহজং নদীর উপজেলা সদরের পাহাড়পুর ব্রিজের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করে।এর আগে গত রবিবার ভোর ৪ টায় পূজামণ্ডপের ডিউটি শেষে কর্মস্থল কুমুদিনী হাসপাতালে যাওয়ার সময় নৌকার রশি থেকে হাত ফসকে নদীপথে পড়ে নিখোঁজ হয়। নিহত সাইফুল ইসলাম, নরসিংদী জেলার মনোহরদী উপজেলা কৃষ্ণপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামের হেলাল উদ্দীন ওরুফে লাল মিয়া মাস্টারের ২য় ছেলে।নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারজনের ডুমুরী দল প্রায় ১০ ঘণ্টা নদীর বিভিন্ন স্থানে উদ্ধার কাজ করে বিকাল ৫ টায় সাময়িক ভাবে তা স্থগিত করে।পরেরদিন সোমবার সকালে ডুবুরি দল পুনরায় উদ্ধার কাজ শুরু করলে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল আনসার ক্যাম্পে নিয়ে আসে।মির্জাপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বেলায়েত হোসেন জানান, ফায়ার সার্ভিস টাঙ্গাইল ইউনিটের ডুবুরি দলের লিডার, আমজাদ হোসেনের নেতৃত্বে ৪ জনের ডুবুরি দল ৩৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ সোমবার রাতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।