রংপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে বিশেষ সভা
রংপুর ব্যুরো অফিস: আজ ১২ অক্টোবর ২০২৩ ইং বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে “নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে এক বিশেষ সভা” অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) জনাব উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) জনাব মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ আবু মারুফ হোসেন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মেনহাজুল আলম এবং অন্যান্য পদবীর পুলিশ সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ডিজিএফআই, রংপুর; এনএসআই, রংপুর; রিজিওনাল কন্ট্রোলার অফ ফুড, রংপুর; কৃষি বিপণন অধিদপ্তর, রংপুর; মেট্রোপলিটন কৃষি অফিস, তাজহাট, রংপুর; জেলা মার্কেটিং অফিসার, রংপুর; জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর; টিসিবি, রংপুরের প্রতিনিধি সহ বিভিন্ন দোকান মালিক সমিতি, রংপুর ও হোটেল মালিক সমিতি, রংপুরের সম্মানিত সদস্যবৃন্দ।
উল্লেখ্য গত ১০ অক্টোবর ২০২৩ ইং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খাঁন, এমপি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়নের লক্ষ্যে প্রদত্ত নির্দেশায় আজকের এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে।
আজকের এই বিশেষ আলোচনা সভায় উপস্থিত প্রত্যেক বক্তারা খাদ্য উৎপাদনের পর হতে বিপণন, আমদানি, পরিবহন, সংরক্ষণ, বাজারজাতকরণ থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে সব ধরনের মনিটরিংয়ের কথা উল্লেখ করেন।
সেলক্ষ্যে উপস্থিত সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য নিজ নিজ অবস্থানে থেকে সর্বাত্মক চেষ্টা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।