_____ মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী ব্যুরো চীফ
গত ০৪/১০/২৩ হইতে ১০/১০/২৩ পর্যন্ত ৭ দিন ব্যাপি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের তিলকপুর পরিবার নামিও গ্রুপের উদ্যোগে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয় । উক্ত প্রতিযোগিতার ফলাফল ঘোষনার দিন অদ্য ১১ ই অক্টোবর বুধবার নির্ধারণ থাকায় বিশেষজ্ঞ বিচারক দ্বারা তিলাওয়াতের শুদ্ধতা বিচার করে ফলাফল ঘোষণা করা হয় । আয়োজিত এই প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছিলেন তাদের প্রত্যেককে তিলকপুর পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয় ।অনেক কোরআনের হাফেজ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। যা তিলকপুর পরিবারের এই প্রচেষ্টা কে সাফল্যমণ্ডিত করেছে।সকল প্রতিযোগীর অংশগ্রহণে কোরআনের সুরে আলোকিত হয়ে থাকবে তিলকপুর পরিবার ।
প্রতিযোগিতার রুলস অনুযায়ী বিবেচনা করে এবং বিশেষজ্ঞ বিচারক দ্বারা তিলাওয়াতের শুদ্ধতা বিচার করে প্রতিযোগীদের মধ্য হতে ৩ জন বিজয়ী কে নির্বাচিত করেন । প্রতিযোগী কোরআনে হাফেজগণের মধ্যে প্রথম হন শাজাহান, দ্বিতীয় এম,এম আলী,হাসান, তৃতীয় আল আমিন । বিজয়ী কোরআনের হাফেজদের কে তিলকপুর পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় ।