উত্তরায় সাঈদ গ্রান্ড সেন্টারে আগুন।
নাঈমুল ইসলাম রিমন ঃ
মঙ্গলবার রাত ১:30 উত্তরার ৭ নম্বর সেক্টরের ১৫ তলা সাঈদ গ্রান্ড সেন্টারে আগুনের সূত্রপাত।আগুন লাগার খবর পেয়ে চলে আসেন ফায়ারসার্ভিসের কয়েকটি ইউনিট পরবর্তীতে ২৪ টি ইউনিটের ১৫০ কর্মী ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফায়ার সার্ভিস ধারণা করছে ভবনটির ৯ তলায় থাকা রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত। আগুনে ভবনটি কেউ আহত হয়নি, তবে ফায়ারসার্ভিসের ২ জন আহত হয় বলে জানা গেছে। ফায়ারসার্ভিস আরো জানিয়েছে ভবনটিতে ফায়ার সেফটি ছিলনা।