শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন
মোস্তাফিজুর রহমান
রাজশাহী ব্যুরো প্রধান
আজ ০১ অক্টোবর সার্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভ‚মিকা’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভ‚মি) জুবায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম ও উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আকবর হোসেন সহ অন্যরা।
পরে সংসদ সদস্যের ব্যক্তিগত উদ্যোগে শিবগঞ্জ পৌরসভার তৃতীয় তলায় উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।