বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় আ. লীগের ১০ নেতা কারাগারে
জেলা প্রতিনিধি রাজবাড়ী কৃষ্ণ কুমার সরকার:
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের হামলা মামলায় আওয়ামী লীগের ১০ নেতার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর বারোটায় রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত জামিন না মঞ্জুর করে আদালতে আত্মসমর্পণকারী ১০ জনকে কারাগারে পাঠায়। রায় প্রদান করেন -১ নং আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. তামজিদ আহম্মেদ।
আসামিদের পক্ষে তাদের আইনজীবীর মাধ্যমে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।
উল্লেখ্য, গত ৫ আগষ্টে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পর রাজবাড়ী বৈষম্যবিরোধী শিক্ষার্থী হামলা মামলা রাজিব মোল্লা বাদী হয়ে ১৭০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে সদর থানায়। আসামিরা গত ৫ আগস্টের পর উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
আসামিরা হলেন, কারাগারে প্রেরণকৃত আসামিদের মধ্যে ছিলেন, রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর বর, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যানেল আজম আলী মন্ডল, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, রিংকু, মানিক সরদার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০ জন নেতাকর্মী।