নওগাঁর মহাদেবপুরে আ.লীগ ও যুবলীগ নেতাসহ গ্রেফতার – ৪
হাবিবুর রহমান নওগাঁঃ-
নওগাঁর মহাদেবপুর উপজেলায় মহাদেবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও যুবলীগ নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে মহাদেবপুর থানা পুলিশ। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আজ ১৪ এপ্রিল রোববার সকালে ও ১৩ এপ্রিল শনিবার দিবাগত রাতে মহাদেবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতাররা হলেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর থানাপাড়ার গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা সদরের দুলালপাড়ার মাহমুদুল হাসান নয়ন, এনায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সুজাইল গ্রামের আফতাব উদ্দীনের ছেলে হোসেন আলী ও সফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের আব্দুস সাত্তার মেম্বার। মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা বলেন, গত ৫ নভেম্বরে ককটেল বিস্ফোরণের ঘটনায় বদলগাছী থানার একটি মামলায় জড়িত থাকার অভিযোগে রেজাউন্নবী এবং অন্যদের বিভিন্ন মামলায় গ্রেফতার করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।