গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের দ্বিবার্ষিক কমিটি গঠন রুনু সভাপতি মুকিত সম্পাদক
আতাউর রহমান কাওছার, ওসমানী নগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার বিকেলে অবসর প্রাপ্ত শিক্ষক নির্মল চন্দ্র ধর রুনুকে সভাপতি আব্দুল মুকিত সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, সহসভাপতি অধ্যাপক মো: কামাল মিয়া, সহসাধারণ সম্পাদক আলী আমজদ চৌধুরী সিজু, সাংগঠনিক সম্পাদক মো: আরজু মিয়া, অর্থ সম্পাদক মো: বশির মিয়া , প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুল মতিন , দপ্তর সম্পাদক ফুরাই দেবনাথ, সাহিত্য সম্পাদক বেলায়েত করিম সুজন। কমিটির সদস্যরা হচ্ছেন, সাংবাদিক জুবেল আহমদ সেকেল, মুসফিকুর রাজা চৌধুরী, এস এম মোরাদ, ডা: মুকন্দলাল নাথ, শিক্ষক হাবিব আহমদ চৌধুরী, জাকির আহমদ , মনিরুল ইসলাম সাকিব।
কমিটির উপদেষ্টারা হচ্ছেন, কবি ও সাহিত্যিক সিকদার মুহাম্মদ কিব্রিয়া, ব্যাংকার মো: হারুন মিয়া
ও মো: আলাউর রহমান আলা
,প্রধান শিক্ষক মো: সামছুল হক
সাহিত্যিক রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন।