বগুড়ায় র্যাব-১২ দেশীয় তৈরি অস্ত্রসহ পর্নোগ্রাফি মামলায় একজনকে গ্রেফতার করেছে ।
আব্দুল হালিম বগুড়া:
বগুড়ায় র্যাব-১২, সিপিএসসি, সূত্রে জানা যায়, ১৩/৪/২৫ রবিবার অভিযান চালিয়ে ,দেশীয় তৈরি অস্ত্র সহ র্যাব সদস্য পরিচয়ে নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক ব্ল্যাকমেইল ও পর্নোগ্রাফি মামলার আসামী শিহাব হোসেন সাগর (২১) গ্রেফতার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে র্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন নারীদের সাথে অবৈধ সম্পর্ক ও ছবি প্রেরণ , ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতো।
বিভিন্ন নারীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে এবং নারীদের স্পর্শকাত বিভিন্ন ছবি ও ভিডিও সংগ্রহের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন এবং সেগুলোর ভিডিও ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেইল করতো।
র্যাব ১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গ্রেফতারকৃত সাগর দেশীয় অস্ত্রসহ বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদিঘী এলাকায় অবস্থান করিতেছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর আভিযানিক দল আসামী শিহাব হোসেন সাগর (২১), পিতা মোঃ আব্দুল হান্নান, সাং দারিয়াল হাজরাদিঘী, ইউপি নুনগোলাকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় আসামী সাগরের হেফাজতে থাকা স্মার্ট ফোন ২টি, বাটন ফোন-২টি, সিম-৩টি, মেমোরি কার্ড-২ (৩২ ও ২ জিবি), বার্মিজ চাকু-২ (৬), সিপিইউ- ১টি, হার্ড ডিক্স-১, এসএসডি কার্ড-১টি, রাম দা-১টি, কাঠের ও ষ্টিলের হাতল যুক্ত চাকু-৪টি (১১) চাপাতি-১টি (১২) ছোড়া-১টি সহ হাতে-নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া থানায় হস্থান্তর করা হয়েছে।