বগুড়া জেলা ডিবি পুলিশের অভিযানে অগ্নি সংযোগ মামলার আসামি গ্রেপ্তার।
বিশেষ প্রতিনিধি:
বগুড়া ডিবি পুলিশের অভিযানে শিবগঞ্জে ভাংচুর, অগ্নি সংযোগ ঘটনায় দায়েরকৃত মামলার রহিমকে জয়পুরহাট থেকে গ্রেফতার করেছে।
বাদী ৪ এপ্রিল শিবগঞ্জ থানার এজাহার দায়ের করেন যে , আগামীগণসহ অজ্ঞাতনামা আসামীগণ বে-আইনী জনতায় দলবদ্ধ হইয়া পরস্পর একই উদ্দেশ্যে তাহার লিপন, পিতা-প্রদীপ, বাং-পরমানন্দপুর, ইউপি-আটমূল, থানা-শিবগঞ্জ, বগুড়া এর বসত বাড়ীতে অতর্কিত হামলা চালায় এবং বসত বাড়ি ভাংচুর করে।
মামলার আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীগণ বাদীর বসত বাড়ীর মেইন দরজা ভাঙ্গিয়া গালিগালাজ করে ও তার বসত বাড়ীর ভাংচুর, বৈদ্যুতিক মিটার, সিসি ক্যামেরা ইত্যাদি ভাংচুর করে।
বাদীর খড়ের পালায় আগুন লাগাইয়া ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
এ ঘটনায় শিবগঞ্জ থানার মামলা হয়েছে এবং মামলাটি তাৎক্ষণিক ভাবে ডিবির একটি চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ৫ এপ্রিল জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার কানাইপুকুর বাজার এলাকা থেকে ১নং আসামী মোঃ রহিম (৩৮), পিতা মোঃ মমতাজ, সাং-কুড়াহার কাঁঠালকুশি, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।