আজ ১৭ সেপ্টেম্বর ২০২৩ রোজ রবিবার সকাল ১১টায় নারীপক্ষ’র আয়োজনে সাভার প্রেস ক্লাব এর সামনে “ন্যায্য মজুরির লড়াইয়ে নারী সমাজ” বিষয়ক অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
নারীপক্ষ’র সভানেত্রী, প্রচার সম্পাদক সহ প্রায় শতাধিক নারী মানববন্ধনে অংশ গ্রহন করেন।
তাদের মূল দাবি সকল নারী শ্রমিকদের মাসিক বেতন নূন্যতম ২৫ হাজার টাকা ধার্য করা হোক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নারীপক্ষের সদস্য রওশন আরা। লিফলেট পাঠ করেন অরিত্রি বিনতে আতিকা, কোষাধক্ষ, পল্লী ও পরিবেশ উন্নয়ন সংস্থা।
অনুষ্ঠানে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন ও লিফলেট বিতরন করা হয়েছে।
শ্রমিকের ন্যায্য মজুরির দাবীতে স্থানীয় সমমান নারী সংঘঠন, ট্রেড ইউনিয়ন সংঘঠন এর প্রতিনিধিগন অংশগ্রহন করেন এবং তারা তাদের বক্তব্য প্রদান করেন।
প্রত্যেকের একটাই দাবী উন্নয়নশীল দেশে বর্তমানে নারী শ্রমিকরা খুব মানবতার জীবনযাবন করছে।
তাই তাদের ন্যায্য মজুরি ন্যন্যতম মাসিক ২৫ হাজার টাকা দেওয়ার দাবি জানান।