বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপি মহোদয়ের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় সাবেক ছাত্র নেতা জননেতা সোহাগ চৌধুরী উদ্দোগে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় জয়বাংলা প্রকাশনার সামনে আজ ১৬ ই সেপ্টেম্বর ২০২৩। সোহাগ চৌধুরী সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য উপ কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা মমতাজ হুসেন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে উঠা সাবেক ছাত্র নেতা এনামুল হক আবীর,সাবেক ছাত্র নেতা ও ভোলা জেলা আওয়ামী লীগের সদস্য হেমায়েত উদ্দিন হেমায়েত,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এম এ রাশেদ,ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্র নেতা দবির উদ্দিন, কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এস এম আলমগীর, নজরুল ইসলাম বিপ্লব,কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য, ক্লোজ আপ তারকা শিল্পী সাজু আহমেদ, মিজানুর রহমান হিমু, লিটন সরকার প্রিন্স, ছাত্র নেতা এডভোকেট মিজানুর রহমান সিকদার,ওয়াজেদ।দোয়া পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সহ সভাপতি মোহাম্মদ ইদ্রিস এবং ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি বিজয় নগরী। দোয়া মাহফিলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপি মহোদয়ের সুস্থতা কামনা করা হয়। সভাপতির বক্তব্যে সোহাগ চৌধুরী দোয়া মাহফিলে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবারক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।