(১২ সেপ্টেম্বর ) মঙ্গলবার রাজশাহীর বাঘায় ব্যাঙ্গগাড়ি গ্রামের সাড়ে ৪ বছর বয়সের নিয়াজ সরকার নামে এক শিশু পদ্মায় ডুবে মারা গেছে। বাদ আছর (সাড়ে ৫টা) চাঁদপুর গোরস্থান মাঠে জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে। সে উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম নজরুল ইসলামের বড় ছেলে পলাশী ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, তাজিজুল ইসলাম (নাহিদ)’র একমাত্র ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, ব্যাঙগাড়ি বাজার সংলগ্ন তার অপর এক দাদা শামসুল ডাক্তারের বাড়ি থেকে সমবয়সি চাচাতো ভাই মির্জা সরকারের সাথে বের হয়ে পদ্মার পাড়ে খেলা করছিল। এক পর্যায়ে পা ফসকে পদ্মার পানিতে পড়ে ডুবে যায় শিশু নিয়াজ সরকার । সকাল ৮.৩০টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক ডা :রাকিব হোসেন তাকে মৃত ঘোষণা করেন