ধনবাড়ীতে উদ্ভাবনী ধারণা উপস্থাপন প্রতিযোগিতা ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন
বৃহস্পতিবার (১৩ ফেব্রয়ারী ২০২৫) সকাল ৯ টায় ইসলামিক ফাউন্ডেশন মডেল মসজিদ এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য সামনে রেখে তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোঁজে আইসিটি বিভাগ বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ‘উদ্ভাবনী ধারণা উপস্থাপন’ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতা ও আলোচনা সভায় সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আবু সাঈদ, উপজেলা নির্বাহী অফিসার, ধনবাড়ী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ বাবুল হাছান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ধনবাড়ী । বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন, মোহাম্মদ শওকত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধনবাড়ী, এস.এম.ফারুক ইমাম ,সহকারী প্রকৌশলী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ধনবাড়ী এবং আফসানা ফেরদৌস, তথ্যসেবা কর্মকর্তা ধনবাড়ী। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জি. মোঃ নাঈম খান , উপজেলা আইসিটি অফিসার ধনবাড়ী ।
উক্ত প্রতিযোগিতা ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি ল্যাব এর কম্পিউটার ল্যাব অপারেটর মোঃ আল আমীন , নরিল্যা পাবলিক উচ্চ বিদ্যালয়, নাজমুল হাসান তালুকদার ,পাইস্কা উচ্চ বিদ্যালয় , মোঃ শফিকুল ইসলাম ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল, মোঃ ইসমাইল হোসেন হৃদয়,কদমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়, মিতু বাকালী ,কেন্দুয়া উচ্চ বিদ্যালয়, সাইদুর রহমান দিপু ,ভাইঘাট উচ্চ বিদ্যালয়, মোঃ কাজল হোসেন ,পাইস্কা উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষকগন।
প্রতিযোগিতা শিক্ষার্থীরা রোবোটিক্স, স্মার্ট সিটি/হাউজ ,এআই, মেশিন লার্নিং, সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং, মোবাইল এপ, ওয়েবসাইট, ওয়েব পোর্টাল ইত্যাদি বিষয় নিয়ে প্রতিযোগিতা তাদের চিন্তা ধারা উপস্থাপনা করেন ।
প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মধ্যে নরিল্যা পাবলিক উচ্চ বিদ্যালয় প্রথম স্থান, পাইস্কা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান এবং কলেজিয়েট মডেল হাই স্কুল তৃতীয় স্থান লাভ করেন । প্রথম স্থান অধিকারী নরিল্যা পাবলিক উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল জেলা পর্যায় অংশ গ্রহন করার জন্য মনোনিত হয়েছে ।