ঘুমে গভীর রাতে যেন মধুর সুরে
হরিত বনে কুহু কুহু সেজে
নিস্তব্ধ নীরবতা অঘোর রাত ভরে
কুহু কুহু ডাক যেন কানে বাজে।
নদীর ওই পাড়ে আরও দুর পাড়ে
এ যেন এক মেরুর ওদুরে সাঝে
পাখিটি ঝোপের ভেতর ডাকের স্বরে
কুহু কুহু ডাক যেন কানে বাজে।
শীত বসন্তের সময়ে কোকিলের সুরে
মধ্যে রাতের অন্ধকারে যেন গুছে
তিমির কাঁপিত গভীর রাত যেন ঘোরে
কুহু কুহু ডাক যেন কানে বাজে।।