আরএমপিতে সন্ত্রাসবাদ মোকাবেলায় বিট পুলিশিং কর্মকর্তা ও কমিউনিটি পুলিশ সদস্যদের সক্ষমতা জোরদার শীর্ষক সভা অনুষ্ঠিত।
রাজশাহী ব্যুরো ঃ আজ ১১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে এন্টি টেররিজম ইউনিট (ATU) ও জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয় (UNODC) কর্তৃক যৌথভাবে আয়োজিত সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থী মোকাবেলায় বিট পুলিশিং কর্মকর্তা ও কমিউনিটি পুলিশ সদস্যদের সক্ষমতা জোরদার শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, ডিআইজি (ক্রাইম এন্ড ইনভেস্টিগেশন), এন্টি টেররিজম ইউনিট, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয়। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আরএমপি, রাজশাহী রেঞ্জ, রাজশাহী জেলা ও এন্টি টেররিজম ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।