দিনাজপুরে ময়লার ডাস্টবিন দীর্ঘদিন থেকে অসুরক্ষিত অবস্থায় পড়ে থাকার কারণে, দুর্গন্ধ ও দুষিত পরিবেশ সৃষ্টি।
দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর পৌরসভা ৪ নং ওয়ার্ড মির্জাপুর বিআরটিসি বাস ডিপু সংলগ্ন এবং আবাসিক এলাকায়, অর্থাৎ কালুর মোড় থেকে বিআরটিসির রোডে এক বিশাল অসুরক্ষিত ডাস্টবিনের ময়লার দুর্গন্ধে দুর্বিষহ হয়ে পরেছে স্থানীয় এলাকা বাসী ও পথচারী এবং বিআরটিসি কর্মরত ব্যাক্তিবর্গ ও যাত্রীরা। সচক্ষে দেখা যায় অসুরক্ষিত অবস্থায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ময়লা আবর্জনা গুলো পড়ে থাকে, এবং চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসী ও বিআরটিসি বাস ডিপুর কর্তৃপক্ষর থেকে জানা যায়, এলাকাবাসী ও বিআরটিসি বাস ডিপুর কতৃপক্ষেরা অনেক বার এই অসুরক্ষিত ডাস্টবিনটি অন্য জায়গায় স্থানান্তর করার জন্য জেলা প্রশাসক ও পৌরসভায় আবেদন করেও কোনো রকম বিবেচনা মূলক পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। তাই আবারও এলাকাবাসী ও বিআরটিসি কতৃপক্ষের দাবী অনুযায়ী খুব দ্রুত হয় ডাস্টবিনটি স্থানান্তর অথবা আধুনিক প্রযুক্তিতে করলে অনেকটা দুর্গন্ধযুক্ত পরিবেশ থেকে এলাকার মানুষ একটু দুর্গন্ধমুক্ত পরিবেশে শান্তির নিঃশ্বাস নিতে পারবে।