বসন্তকাল সতেজ বাগান, নানা রঙের ফুল। ফাগুনের মুক্ত হাওয়ায় ফুলগুলো, দুলছে দুল দুল।
বসন্তের ফুলের শোভায়, শোভিত ফুল বাগান। ভোমরা গুলো বেড়ায় উড়ে, গায় যে সুখের গান।
প্রজাপতির মনে ধরেছে, হরেক রকম রঙ। ভ্রমরাগুলো নাচছে আর সাজছে যতো সঙ।