1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কোটি টাকা বেতনের এক উপ-সহকারী প্রকৌশলী। দৈনিক নয়া কণ্ঠ পর্যটকদের আকর্ষণ দালাল বাজার জমিদার বাড়ি। দৈনিক নয়া কণ্ঠ মামলার হাজিরা দিতে বের হয়ে সড়কে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে  প্রাণ গেল আলমগীরের। দৈনিক নয়া কণ্ঠ ফরিদপুরে পহেলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। দৈনিক নয়া কণ্ঠ ভোলায় বীর সন্তান শহীদ- শাকিলকে চিরস্মরণীয় করে রাখতে জেলা প্রশাসক-কে স্মারকলিপি। দৈনিক নয়া কণ্ঠ টাঙ্গাইল বিয়ে পাগলা পিতা। দৈনিক নয়া কণ্ঠ হোটেল মালিকের বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকীর অভিযোগ। দৈনিক নয়া কণ্ঠ ঝিনাইগাতীতে অবৈধবালু উত্তোলনে বাঁধা দেয়ায় বালু লুটপাটকারিদের হামলায় আহত ২। দৈনিক নয়া কণ্ঠ নেত্রকোনার খালিয়াজুরীতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালাস পাওয়ায় আনন্দ মিছিল। দৈনিক নয়া কণ্ঠ

আক্কেলপুরে ভটভটি খাদে পড়ে ১৫ ছাত্রী গুরুতর আহত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৬ বার পঠিত

 

আক্কেলপুরে ভটভটি খাদে পড়ে ১৫ ছাত্রী গুরুতর আহত

মোঃ শাহাব উদ্দিন ইসলাম ঃ আক্কেলপুর প্রতিনিধি

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহণের উদ্দেশ্য যাওয়ার পথে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের ভদ্রকালী গেটপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভটভটি খাদে পড়ে ১৫ ছাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে ৪ জন ছাত্রীর ইঞ্জিনের গরম পানিতে শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তারা হলেন, রিনা (১৩),সনেকা পাহান (১৪), জুই পাহান (১২), রুপালী (১৬)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার (৯ সেপ্টেম্বর) উপজেলা পর্যায়ে ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নেওয়ার জন্য তিলকপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিদ্যালয়ের দপ্তরি একটি ভটভটিতে করে আক্কেলপুর আসছিলেন। পথে সোনামুখী ইউনিয়নের ভদ্রকালী গেটপাড়া নামক স্থানে ভটভটিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে আহত হন ওই ভটভটিতে থাকা ১৫ জন ছাত্রী। এসময় ভটভটির শ্যালো ইঞ্জিনের গরম পানিতে চারজন ছাত্রীর শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

তিলকপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বলেন, আমরা ক্রীড়া প্রতিযোগীতায় অংশ করার জন্য আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ মাঠের উদ্দেশ্যে রওনা দিয়ে। মূল সড়ক বন্ধ থাকায় বিকল্প সড়ক ধরে আসার সময় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

আক্কেলপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে আমার ঘটনাস্থলে গিয়েছিলাম। ১৫জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এর মধ্যে ৪ জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, এটি একটি অনাকাংখিত দূর্ঘটনা। আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন ও মাধ্যমিক শিক্ষা অফিস সার্বক্ষণিক খোজ খবর রাখছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
  1. ২০২৩ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD