সৌদিআরব বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় আওয়ামী পরিবারের উদ্যোগে সাবেক ধর্মমন্ত্রীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
নুর মোহাম্মদ নিরব ঃ স্টাফ রিপোর্টার
সৌদিআরব বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় আওয়ামী পরিবারের উদ্যোগে, ময়মনসিংহ আওয়ামী রাজনীতির বটবৃক্ষ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক ধর্ম-মন্ত্রী “বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান” স্যারের মৃত্যুতে পবিত্র মক্কায় একটি হোটেলে বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত দশ ঘটিকায় শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অধ্যক্ষ মতিউর রহমান স্যার ৩০ আগষ্ট ২০২৩, বুধবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
উক্ত শোকসভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার কৃতি সন্তান, জেদ্দা ফ্রেন্ডস অফ বাংলাদেশ আওয়ামী লীগের সহ-সভাপতি মোখলেসুর রহমান ফকির, কায়সার হক, নবীন খাঁন, সাঈদুল ইসলাম, বাবুল মিয়া, সেলিম আহমেদ সহ প্রবাসী নেতাকর্মীগণ….
শোকসভায় মোখলেসুর রহমান বলেন, আমরা বৃহত্তর ময়মনসিংহবাসী হারালাম একজন অভিবাবককে, স্যার আমাদের বৃহত্তর ময়মনসিংহবাসীর অহংকার ছিলেন, আওয়ামী রাজনীতির বটবৃক্ষ ছিলেন, উপস্থিত সকলে স্যারের জীবনের স্মৃতিচারন, রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।