1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে সবার আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় আমতলীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত মাইনুল ইসলাম রাজু ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ভালুকায় নজিরবিহীন গণজাগরণ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ নালিতাবাড়ীতে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের পর ৭ বছরের সম্পর্ক অস্বীকারের অভিযোগ যুবকের বিরুদ্ধে গাজায় হামলা; রাবি প্রশাসন শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তাদের সংহতি সমাবেশ গাজায় ইসরায়েলির হামলার প্রতিবাদে গন বিক্ষোভ মিছিল রাজশাহীতে ট্রাকের সংঘর্ষে আহত ৫০, নিহত ৩ রক্ষক যখন রয়েছেন ভক্ষকের ভূমিকায় এ সুবাধে নিষিদ্ধ সময়ে কমলনগরের মেঘনা নদীতে  তিন’ বিএনপি  নেতার নেতৃত্বে মাছ শিকার-অভিযোগ 

গোয়ালন্দে বিএনপির দুই গ্রুপের একইস্থানে ডাকা জনসভা স্থগিত, জনমনে স্বস্তি।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৩ বার পঠিত
গোয়ালন্দে বিএনপির দুই গ্রুপের একইস্থানে ডাকা জনসভা স্থগিত, জনমনে স্বস্তি
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আগামীকাল ৫ জানুয়ারি রবিবার রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শনে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তার আগমনের কারণে গোয়ালন্দ উপজেলায় আগে থেকেই একইস্থানে আহবান করা বিএনপির দুই গ্রুপের জনসভা স্থগিত করা হয়েছে। তবে শীঘ্রই দুই গ্রুপ পুনরায় সভা অনুষ্ঠানে অঙ্গীকারবদ্ধ।
পাল্টাপাল্টি ডাকা এই জনসভাকে কেন্দ্র করে দলের সাধারণ নেতাকর্মী ও জনসাধারণের মধ্যে বিরাজ করা উদ্বেগ-উৎকন্ঠার আপাতত অবসান ঘটেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে বিএনপির দুই অংশ পৃথক সভা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়।
শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে রেলষ্টেশন এলাকায় গোয়ালন্দ পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মো. আবুল কাশেম মন্ডল। এসময় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু, যুগ্ম আহবায়ক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডঃ আসলাম মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা প্রমূখ।
অপরদিকে বিএনপির অপর অংশ রাত সাড়ে ৮ টার দিকে রেল ষ্টেশন এলাকায় তাদের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত জানায়। এখানে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা , এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শাহিন মিয়া।
এর আগে গত কয়েকদিন ধরে ৫ জানুয়ারীর জনসভাকে সফল করতে উভয় গ্রুপ নানা প্রস্তুতি গ্রহণ করে। পাশাপাশি একে অপরকে প্রতিহত করতে সভা-সমাবেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের হুমকি-ধামকি দিয়ে চলছিল।
এতে করে দলের সাধারণ নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উদ্বেগ-উৎকন্ঠা দেখা দেয়।
গোয়ালন্দ শহরের প্রানকেন্দ্র বীর মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব ময়দানে এ জনসভা আহবান করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী-১ আসনে বিএনপির রাজনীতি মূলত দুই ধারায় বিভক্ত। এর একাংশের নেতৃত্বে রয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ আসলাম মিয়া এবং অপর অংশের নেতৃত্বে রয়েছেন দলের সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। দুই নেতাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন লাভের প্রত্যাশী।
এর মধ্যে অ্যাডভোকেট আসলাম মিয়ার সাথে জেলা ও উপজেলা বিএনপির বর্তমান কমিটির শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতা-কর্মী রয়েছেন। অপরদিকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সাথে বর্তমান কমিটির কিছু শীর্ষ নেতা ছাড়াও সাবেক কমিটির অধিকাংশ নেতাকর্মীরা রয়েছেন। উভয় অংশের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে আলাদা আলাদা ভাবে দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD