রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে ট্রেনে কাটা পড়ে সবুর আলী গাজী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল পৌনে ৭টার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
সবুর আলী রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মল্লিক পাড়া এলাকার প্রয়াত সোরহাব গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকালে রাজবাড়ী থেকে ফরিদপুরের ভাঙ্গায় যাচ্ছিল ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেন। এ সময় ট্রেনটি খানখানাপুর ইউনিয়নের কামারপট্টি এলাকায় পৌঁছালে সবুর আলী গাজী কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজবাড়ীর বেলওয়ে থানার ওসি সোমনাাথ বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিআরপি থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।