পোরশায় বিএনপি’র পক্ষ থেকে মহান বিজয় দিবস পালন
পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
পোরশায় বিএনপি’র মহান বিজয় দিবস পালন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ ও বিজয় মিছিল বের করা হয়।
আজ সোমবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বেলা ১১ টায় বিএনপির সালেক ডাক্তার গ্রুপের বিশাল বিজয় মিছিল বের করা হয়। উপজেলার ৬ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে স্ব স্ব বিজয় ব্যানার নিয়ে উপজেলা সদরের নিকটবর্তী কপালির মোড়ে এসে জড়োহন। পরে উপজেলা সাবেক সহ-সভাপতি শাহ তৌফিক চৌধুরীর নেতৃত্বে মিছিল নিয়ে উপজেলা পরিষদের শহীদ মিনারে মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদ মিনার এলাকায় জনগণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শহীদ মিনারে বক্তারা বলেন আওয়ামী লীগের শাসনামল ১৭ বছর ধরে আমরা রাস্তায় বের হতে পারেনি মিছিল করতে পারেনি বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দিতে পারেনি। আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী পুলিশ প্রশাসনের বাধার মুখে ঘর হতে বের হতে পারেনি মিটিং মিছিলে আসতে পারেনি। আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো,জুলুম, নির্যাতন করা হয়েছে কাউকে কাউকে গুম করা হয়েছে। মিছিল খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ স্লোগানে মুখরিত উপজেলা পরিষদের বিভিন্ন রাস্তাঘাট। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি শাহ তৌফিক চৌধুরী সাধারণ সম্পাদক মাসুদ রানা, মিজানুর রহমান, আব্দুল গনি, মুজিবুর রহমান, হাসান আলী, ইকবাল চৌধুরী, ইকরামুল হক,যুবদলের সভাপতি ,সাধারণ সম্পাদকসহ আরো অনেকেই।
এর আগে বিএনপি’র আরেকটি গ্রুপের সভাপতি আহমেদ মোজাম্মেল হক চৌধুরী তার অঙ্গ সংগঠন নিয়ে এক মিছিল বের করেন। তারা উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শহীদ মিনারে পুষ্প স্তাবক অর্পণ করেন। পরে তারা দলকে সুসংগঠিত করার লক্ষ্যে সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।