তানোরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে মহান বিজয় দিবস ।
মোঃ আজিজুর রহমান, তানোর প্রতিনিধি , রাজশাহী
আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস । দিবসটি উপলক্ষে তানোরে দেখা মেলেছে বিভিন্ন আয়োজন রাত ১২:০১ মিনিটে অর্থাৎ ১৬ তারিখের প্রথম প্রহরে সরকারি বেসরকারি বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে ফুলের তোড়া নিয়ে দেখা যায় উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে এবং ভোর হওয়ার সাথে সাথে বাচ্চারাও শহীদদের স্মরণে ফুল দিতে আসে তার মা বাবার সাথে।
দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে বহু প্রাণের বিনিময়ে এদিনে বীর বাঙালি ছিনিয়ে এনেছিল বিজয়ের লাল সূর্য। পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মুক্তিকামী মানুষের ওপর অত্যাচার-নির্যাতনের পর এদিন আত্মসমর্পণ করে মুক্তিকামী মানুষের কাছে। আর পাকিস্তানি বাহিনীর এই আত্মসমর্পণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দীর্ঘ দুই যুগের পাকিস্তানি শোষণ আর বঞ্চনার। নির্যাতন, নিষ্পেষণের কবল থেকে মুক্ত হয় বাঙালি জাতি।
আজ পরম শ্রদ্ধা আর ভালবাসায় পুরো জাতি স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো শহীদদের। যাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এবং সকালে তানোরের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা ওড়ানো দেখা গেছে । বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা কর্মসূচি।
তাছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে বিজয় মেলার আয়োজন করা হয় ।