রাজবাড়িতে ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও ধর্মঘট। নয়া কণ্ঠ
প্রকাশিতঃ
শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
১৪৩
বার পঠিত
রাজবাড়িতে ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও ধর্মঘট
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,
রাজবাড়ীতে ৪ দফা দাবীতে ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে মেডিকেল ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা শ্রীপুর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান করেন। এসময় বক্তৃতা করেন, ইন্টার্ন চিকিৎসক মোঃ রকি শেখ, সোনিয়া ইসলাম, স্টুডেন্ট জহিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ইন্টার্নশীপ বহাল সহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ, বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান করতে হবে। তাদের দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না।