গোয়ালন্দে বিনামুল্যে স্তন ও জরায়ুর ক্যান্সার স্কিনিং ক্যাম্প ও আলোচনা
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ঘূর্ণমান স্তন এবং সার্ভিকাল ক্যান্সার প্রতিরোধ এবং প্রাথমিক ডিটেশন প্রকল্পের আওতায় বিনামুল্যে স্তন ও জরায়ুর ক্যান্সার স্কিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১২ টা হতে দিনব্যাপী গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অফ বাংলাদেশের আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
রোটারী ক্লাব ঢাকা সেফ লাইফ ফাউন্ডেশন ও দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় এ ক্যাম্পে উপস্থিত ছিলেন ঢাকা জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও গবেষণা হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: আফরোজা খানম, কলসালটেন্ট ডাঃ নাজনী জিনিয়া, ডা: মাহবুবা হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শারমিন আহমেদ তিথি, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম, উপজেলা কমিউনিটি মেডিকেল অভিসার ডাঃ জাকির হোসেন, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মো. জুলফিকার আলী, ইপিআই কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বিনামুল্যে ক্যাম্প শেষে উপস্থিত অতিথিবৃন্দ উপজেলার নারীদের শতভাগ স্তন ও জরায়ুর ক্যান্সার ক্যাম্পের আওতায় আনতে আলোচনা করেন। বিশেষ করে দৌলতদিয়া যৌনপল্লীর সকল যৌনকর্মীদের মধ্যে খুব শীঘ্রই এমন উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেন।