বাড়ায় যারা লাগাম ছাড়া
নিত্য পণ্যের দাম,
শক্ত করে ঘাড়টা ধরে
বের কর সবনাম।
দিনে দিনে বাড়ছে মনে
আম জনতার রোষ,
আগুন থামাও বাজার বাঁচাও
বের করো কার দোষ।
উচ্চ বিত্ত করে নৃত্য
অজানা কোন আয়ে,
মধ্যবিত্ত ভোগে নিত্য
কয়না লাজে ভয়ে।
দিনমজুরে কামাই করে
হয়না বাজার তাতে,
স্বল্প আয়ে অল্প খেয়ে
বাঁচে লবণ ভাতে।
থাকতে সময় আয় ফিরে আয়
ভেঙে সিন্ডিকেট,
স্বস্তিতে চাই ডাল মোটা ভাত
চাইনা মিনিকেট।