ইবির জার্নালিজম বিভাগে ‘নবাগত নান্দীপাঠ’ অনুষ্ঠিত।
তারিকুল ইসলাম, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজন করা হয় ‘নবাগত নান্দীপাঠ’
শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিভাগের নিজস্ব ক্লাসরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ রশিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয় এবং মোঃ উজ্জ্বল হোসেন।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাসের এই দিনটি ভবিষ্যতে সবার কাছে স্মৃতি হয়ে থাকবে। তোমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে।” তিনি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের সাংবাদিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, “নিজেকে নিবেদিত করে নির্ভীক সাংবাদিকতায় নিয়োজিত হতে হবে।”
এছাড়া বক্তারা শিক্ষার্থীদের সফল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। ‘নবাগত নান্দীপাঠ’ অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি করে।