অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করতে চাই – আ:লীগের মনোনয়ন প্রত্যাশী মমতাজ চৌধুরী – নয়া কণ্ঠ
প্রকাশিতঃ
বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
১৩২
বার পঠিত
অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করতে চাই- আ: লীগের মনোনয়ন প্রত্যাশী মমতাজ চৌধুরী
সোহেল খান দূর্জয় ঃ নেত্রকোনা
নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন- খালিয়াজুরী) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তিনি তার রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের বিভিন্ন দ্বায়িত্ব পালন করেছেন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে মমতাজ হোসেন চৌধুরী দলীয় মনোনয়ন পেতে জনসংযোগে মাঠে নামেন। দলীয় মনোনয়ন পেতে দীর্ঘ ২২ বছর ধরে তিনি মাঠ চষে বেড়াচ্ছেন। অপরদিকে দীর্ঘ ৫২ বছর ধরে মদন উপজেলার মাটি থেকে আওয়ামীলীগের কোনো এমপি প্রার্থী মনোনয়ন দেয়নি।
ফলে উন্নয়ন বঞ্চিত হওয়ার পাশাপাশি এমপির স্বাদ পাইনি মদন উপজেলাবাসি। এ ইসুকে কাজে লাগিয়ে উপজেলা বাসীকে ঐক্যবদ্ধ করে গড়ে তোলার চেষ্টা করে আসছেন তিনি। উপজেলা বাঁসীও তার ডাকে সাড়া দিয়ে ঐক্যমত পোষণ করে আসছেন। এছাড়া এমপি এবং ক্ষমতার সাধ বঞ্চিত দলের তৃনমূলের নেতা- কর্মিরা ও আমজনতা মমতাজ হোসেন চৌধুরীকে এমপি হিসেবে পেতে চাইছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হতে ও মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন তিনি। অধিকার বঞ্চিত মদন উপজেলার উন্নয়নের স্বার্থে এ উপজেলার মাটি থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য মমতাজ হোসেন চৌধুরীকে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীসহ আমজনতা। তৃণমূল নেতাকর্মী আমজনতার দাবি ৫২ বছর ধরে এই আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মোহনগঞ্জ উপজেলায় প্রার্থী দেওয়া হচ্ছে,আর আমরা সেই প্রার্থীদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করেছি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দাবি একটাই মদন উপজেলার মাটি থেকে নৌকার প্রার্থী মনোনয়ন চাই। আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মমতাজ হোসেন চৌধুরীকেই দেখতে চায় তৃনমূল নেতাকর্মী ও আমজনতা। মমতাজ হোসেন চৌধুরী দলীয় মনোনয়ন পেতে গত ২২ বছর ধরে এ আসনের ৩ উপজেলার ২১টি ইউনিয়নে জনসংযোগ চালিয়ে আসছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি। দলীয় নেতা কর্মিদের সাথে নিয়ে তিন উপজেলার বিভিন্ন হাট- বাজার, গ্রামেগঞ্জে ও পাড়া মহল্লায়, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। তিনি এই আসনের সকল ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মিদের সাথে মতবিনিময় করছেন। এবং বিভিন্ন হাট বাজারে তিনি জনসংযোগ করছেন।
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মমতাজ হোসেন চৌধুরী বলেন, ৫২ বছর ধরে মদন উপজেলার মাটি থেকে এমপি প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেয়া হয়নি। পিছিয়ে পরা মানুষের ভাগ্যোন্নয়নে তিনি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবহেলিত অধিকার বঞ্চিত মদন উপজেলার দিকে চোখ তুলে তাকাবেন। এবং আমাকে মনোনয়ন দিলে আমি নেত্রীকে এই আসনটি উপহার দিবো ইনশাল্লাহ।