মাকে খুব আজ পড়ছে মনে;
এসেছিলাম আমি এ ভুবনে এই দিনে।
প্রথম দেখি দু-চোখ মিলে মায়ের হাসি মুখ;
শত কষ্টের মাঝেও মা আমার আনন্দে উন্মুখ।
আছি আমি মা-গো তোমা হতে অনেক দূরে বসে;
ধন্য হতাম মা-গো থাকলে কাছে তোমার পরশে।
নিয়তি আমায় দিল যেন তুমি হতে অনেক দূরে;
মা-গো আজকের এ দিনে তোমাকে খুবই মনে পড়ে।
নয়নের জল মানলো না বাধা এ যেন হৃদয়ে বড় ব্যথা;
ক্ষণে ক্ষণে যেন পড়ছে মনে শুধু তোমারই কথা।
ইচ্ছে হয় উড়াল দিয়ে চলে যাই তোমার আঁচলে;
নিশ্চুপ হয়ে ঘুমাই যেন মা-গো তোমার সেই মায়াবী কোলে।
সাধ্য দিও হে বিধাতা আমায়- কমাতে মায়ের ঋণ;
মা-গো খুবই যেন পড়ছে মনে- আজ আমার জন্মদিন।।