না যাবো না কোথাও হবো উধাও হৃদয় ক্ষতবিক্ষত,
সইতে পারি না বিরহের ‘জ্বালা রক্তক্ষরণ অবিরত।
শুধু দাম নাই, শপথের আজ, আলো নাই তাই প্রাতে,
সাধের যৌবন, সোনার জীবন, ঢেউ ঠেলে মরে রাতে।
নাই কূল কিনারা, জ্যোৎস্না তারা, গভীর কালো আঁধার,
আঘাতে আঘাতে আশার তরীখানি ভেঙ্গে হলো চুরমার।
সবুজ ঘাসে-পোড়া রঙ ধরে, হেথা প্রজাপতি নাহি বসে,
ভালবাসা হারা, হতাশার ভাণ্ড, ভরে না তাই আর রসে।
কত কথা দিলে, তবু কিছু নাহি মেলে, মিথ্যে কথন ভুয়া,
বিশ্বাস মাঝে অবিশ্বাস ঢেলে প্রেম নিয়ে খেলো জুয়া।
পদ্ম পাতার জলের মত কখন যেন পড়ে যাই, পড়ে যাই,
আহা! ক্ষতবিক্ষত কাটাছেঁড়া মনের, ঠাঁই নাই ঠাঁই নাই।
সকালের আশা, সাঁঝের বেলায় ডুবে গেছে অনাদরে,
ভুলে ডাইনির কোলে, মাথা দিয়ে তুলে, পড়েছি গহ্বরে।
হে অন্তর্যামী, মাফ করে দাও, ক্ষমা করে দাও মোরে,
তব কৃপা ছাড়া, আমি দিশেহারা-বাঁচাও এ বান্দারে।।