আমার কেউ নেই
কখনোই কেউ ছিল না আমার।
খারাপ একাকিত্বটাকে যে আমাকে নিজের করে ভরসা দেবে-
আমাকে বিশেষ কোন দিনে সময়টা দেবে;
সেটা প্রত্যক্ষ হোক বা পরোক্ষই হোক।
আমার কেউ নেই-
কখনোই কেউ ছিল না আমার।
যার হারানোর ভয় থাকবে আমার অসুস্থতায়;
প্রার্থনাতে দুহাত তুলে আমাকে চাইবে-
ছুটে চলে আসবে সামান্য কিছুতেই;
দুচোখ ভাসিয়ে দেবে অল্পতেই দূরে চলে গেলে।
আমার কেউ নেই –
কখনোই কেউ ছিল না আমার।
যে আমার হাতটা ধরে বলবে খারাপ সময়ে পাশে আছি।
বেঁচে আছি যতদিন ততদিন থাকবো;
প্রত্যক্ষ হয়ে যখন আমায় খুজবে।
কখনোই কেউ ছিল না আমার;
আমার কেউ নেই।।