রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা,
লালমনিরহাট, বাংলাদেশ।
শিক্ষক ছাড়া এই দুনিয়ায়,
কে হয়েছে বড়?
তোমার যত পূর্ণ আছে,
সব করিলে জড়ো।
শিক্ষক তোমার জীবন আলো,
শিক্ষক হয় ভালো।
শিক্ষক ছাড়া জীবন তোমার,
রবে আঁধার কালো।
শিক্ষক হলেন শিক্ষাগুরু
শিক্ষক আদর্শবান।
শিক্ষকের প্রতি সব সময়
মোরা সবাই হবো বিনয়।
শিক্ষক হলো মহান নেতা,
শিক্ষক মহা গুরু।
শিক্ষকের কাছে হয় মোদের,
জীবন চলা শুরু।