রমনীগঞ্জ, বড়খাতা
হাতীবান্ধা লালমনিরহাট।
ভাদ্র আশ্বিন নদীর কুলে,
শিউলি ফোটে হেসে।
নীল আকাশে মেঘের ভেলা,
বেড়ায় ভেসে ভেসে।
মাঠে মাঠে সবুজের ক্ষেত
দুলছে হাওয়ায় হাওয়ায়।
চারিদিকে ভাসছে সুর,
পাখিদের গান গাওয়ায়।
নদীর বুকে নাও ভাসিয়ে,
ধরছে জেলে মাছ।
শিউলি ফুলের ডগায় বসে,
ফড়িং দেখায় নাচ।
প্রজাপতিরা উড়ছে আজি,
স্বপ্নের রঙিন ডানা মেলে।
শরৎ বেলায় শিউলি ছোঁয়ায়,
হৃদয়ে ঢেউ খেলে।