রমনীগঞ্জ, বড়খাতা
হাতীবান্ধা, লালমনিরহাট।
হেমন্তকালে কৃষকের মনে,
বয়ে আনে অনাবিল সুখ।
হেমন্তের দিনে কৃষকের মনে,
চলে যায় সকল দুখ।
হেমন্ত কালে কৃষক থাকে
নানান কাজে ব্যাস্ত।
সারাদিন মান কৃষক কৃষাণী
থাকে শুধু নানা কাজে ন্যাস্ত।
হেমন্তকালে গ্রাম বাংলার প্রতি,
ঘরে ঘরে আসে নবান্নের উৎসব।
নানা রঙের পিঠা পুলি মেতে,
উঠে যেন মোদের শৈশব।