মানুষ কেন বোঝেনা
ওরে মানুষ তোদের নেই কি হুস,
শুনেছি বিধাতা গড়েছে তোদের
মান আর হুস দিয়ে ভরপুর।
বুঝে কেন অবুঝ তোরা ঘটাস অঘটন,
ঘাড়ে গিয়ে পড়িস অন্যের ,করবি বলে খুন।
ভাবিসনা পাছে তোর যে কি হবে,
আইন তোরে ছাড়বেনা,সাজা তোরে দিবে।
অপরাধ করে সাজা পাইনি এমন দেখিনি আমি,
মানুষ যদি না দিতে পারে, দেবে অন্তর্যামী।
আইন চলবে নিজের গতিতে, হবে না যে কাজা,
পাপের ঘড়া পূর্ণ হলে, অবশ্যই পাবে সাজা।