1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫ বছরের শিশুর আর্তনাদ, ধর্ষণের বিচার চাইতে গিয়ে উল্টো মামলায় ভুক্তভোগী পরিবার শরীয়তপুর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৪ জন রাজবাড়ী পাংশায় না বলে আম পাড়ায় শিশুকে গাছে সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ‎ উঠেছে তালতলীতে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু ধামইরহাটে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরন ঘাটাইলের বন মামলায় জামিন নামঞ্জুর,আসামি কারাগারে ভালুকায় ‘কারেন্টের কাজ’-এর ফোনের পর নিখোঁজ, পরদিন পরিত্যক্ত ভিটায় মিলল মরদেহ মানিকগঞ্জ হরিরামপুরে পদ্মা নদীর ইজাড়ার মেয়াদ শেষ হওয়ার পরেও, থেমে নেই অবৈধ বালি উত্তোলন নওগাঁয় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

আড়াইহাজারের হাড়িধোয়া নদীর উপর ব্রীজ না থাকায় পারাপারে মানুষের অসহনীয় দুর্ভোগ –

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৫২ বার পঠিত

আড়াইহাজারে হাড়িধোয়া নদীর দুই পারের মানুষের কষ্টের যেন শেষ নেই!

সিনিয়র রিপোর্টার ঃ ইলিয়াছ ভূঁইয়া

আড়াইহাজার উপজেলার সর্বদক্ষিণের গ্রামগুলোর কয়েকটি হলো কাকাইলমোড়া /বাহেরচর/চম্পক নগর তেতৈতলা/ নয়নাবাদ/ ইসলাম পুর/ নজর পুরা
/তাতুয়াকান্দাসহ আড়াইহাজার এবং সোনারগাঁ উপজেলার সীমান্তবর্তী হওয়ায় উল্লেখিত গ্রামগুলি যুগ যুগ ধরে অবহেলিতই রয়ে গেছে। সরকার আসে সরকার যায়, মন্ত্রী-এমপিরা ওয়াদা দিয়ে যায়, কিন্তু উল্লেখিত গ্রাম সহ আশে পাশের সব গ্রাম
বাসী অবহেলিতই রয়ে যায়।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে যখন পদ্মা সেতু মেট্রোরেলের মত অসংখ্য মেগা প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে, আধুনিক আড়াইহাজারের রূপকার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর নেতৃত্বে আড়াইহাজারে যখন ২৫ হাজার কোটি টাকার জাপানি ইকোনমিক জোন, আধুনিক কৃষি ইনস্টিটিউট, অসংখ্য রাস্তা, ব্রিজ, লাইব্রেরী, শিক্ষা প্রতিষ্ঠানসহ অগণিত অবকাঠামো বাস্তবায়িত হচ্ছে, ঠিক সেই সময় অসহায় গ‍্রাম বাসিকে ছোট্ট একটি ব্রিজের অভাবে অবর্ণনীয় ভোগান্তি পেতে হচ্ছে। শুধু মাত্র উল্লেখিত গ্রামগুলিই নয়, খাগকান্দা ইউনিয়নের ৩০টি গ্রাম, কালাপাহাড়িয়া ইউনিয়নের ১৪টি গ্রামের প্রায় ৮০ হাজার মানুষের রাজধানীতে যাতায়াতের সবচেয়ে সংক্ষিপ্ত রাস্তা হলো কাকাইলমোড়া হয়ে শান্তিরবাজার টু সোনারগাঁ/মদনপুর টু ঢাকা/চট্টগ্রাম। কিন্তু কাকাইলমোড়া ও শান্তিরবাজারের মাঝ দিয়ে বয়ে চলা হাড়িধোয়া নদীটি এই অঞ্চলের মানুষের মাঝে একটি বিচ্ছিন্নতা তৈরি করেছে।

ব্যস্ততম সময়ে এই ঘাট দিয়ে প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষ পারাপার হয়।
শুষ্ক মৌসুমে পানি কমে যাওয়ায় কাদা ও কচুরিপানায় নৌকা আটকে যায়। ফলে ২ মিনিটের এই রাস্তাটুকু পাড় হতে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা রোদ বৃষ্টি ঝড়ে অপেক্ষা করতে হয়।
অতিরিক্ত যাত্রী বোঝাই করে চলতে হয় বলে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। ইদে যাত্রীদের চাপ বেড়ে গেলে এই দুর্ঘটনার হার বেড়ে যায়।
রাত দশটার পর ঘাটে কোনো নৌকা থাকে না। ফলে রাত্রিকালীন যাতায়াতকারী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
কাকাইলমোড়া সহ এবং এর আশেপাশের গ্রামগুলোর যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় অত্র এলাকায় উতকৃষ্ট মানের শাক সবজি ও ফসল উৎপাদিত হলেও কৃষকরা ভালো দাম পায় না।

মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এবং আড়াইহাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সহ সরকারের কাছে কাকাইলমোড়া, বাহের চর / তেতৈতলা, নয়নাবাদ, তাতুয়াকান্দা, খাগকান্দাসহ অত্র এলাকার জনগণের দাবি

হাড়িধোয়া নদীর উপর (কাকাইলমোড়া – শান্তিরবাজার) একটি অত্যাধুনিক ও মনোরম ব্রিজ নির্মাণ করে এই এলাকার মানুষের যাতায়াতের কষ্ট চিরতরে দূর করবেন।

বাহেরচর বাজার থেকে কাকাইলমোড়া খেয়াঘাট পর্যন্ত নদীপাড়ের রাস্তার প্রশস্ততা বৃদ্ধি এবং কংক্রিট ব্লকের টেকসই রাস্তা নির্মাণ।

কাকাইলমোড়া খেয়া ঘাট থেকে তেতৈতলা, নয়নাবাদ, তাতুয়াকান্দা, খাগকান্দা পর্যন্ত প্রশস্ত টেকসই রাস্তা নির্মাণ।

এলাকাবাসী জানান, আমাদের এই সমস্যার সমাধান হলে আমাদের ছেলে, মেয়েরা সুন্দর ভাবে স্কুল, কলেজ, মাদ্রাসায় যাতায়াত করতে পারবে, এবং আমরা এলাকার সবাই আমাদের দৈনন্দিন কাজ গুলো ভালো ভাবে করতে পারব। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ই আমাদের এই সমস্যার সমাধান করতে পারবে বলে এলাকাবাসী আশা প্রকাশ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD