বালিয়াকান্দির নবাবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা
মো. আক্কাস আলী খান
বালিয়াকান্দি((রাজবাড়ী) প্রতিনিধি
রাজজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) তারিখ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাব পুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নবাবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ, রাজবাড়ী জেলা সমন্বয়ক মো. আরিফুল ইসলাম। এসময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসকল ছাত্ররা শহীদ হয়েছেন তাদের অবদান কখনও ভুলবার নয়। তাদের অবদান আমরা আজীবন মনে রাখবো। এসময় সকলে মোনাজাতে হাত তুলে নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করেন।
বক্তারা আরোও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সকল কাজে আমরা একমত পোষণ করছি। এবং এই সরকারের অধিনে দেয়া নির্বাচনে আমাদের দল অংশ নিবে। এসময় বক্তারা ইসলামী রাষ্ট্র গঠনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাত পাখা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে সভা শেষ করেন ।