রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা জঙ্গল ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
হাফিজুর রহমান ঃ রাজবাড়ি
বৃহস্পতিবার (১০ আগস্ট) জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যোগে কর্মী সভায় রাজবাড়ীর ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ জিল্লুল হাকিম বলেন, বিএনপি সরকারের আমলে বিএনপির লোকজন সাধারণ মানুষকে যেভাবে নির্যাতন করেছে, হাতুরী দিয়ে পিটানো হয়েছে বিভিন্নভাবে সাধারণ মানুষের উপর যে টর্চারিং করেছে,
তারা যদি বলে আমরা দেশের জন্য ভালো কাজ করেছি সেটা কখনো মেনে নেওয়া যায় না। এটা শুধু তাদের মুখের বুলি ছাড়া আর কিছু নয়। তারা কি করেছে দেশের মানুষ তা ভালো ভাবে অবগত আছে।
দেশে জঙ্গী, সন্ত্রাস এর রাজত্ব কায়েম করায় ছিলো তাদের লক্ষ্য। তারা এসব ছাড়া দেশকে আর কিছুই দিতে পারেনি। ‘
দেশের মানুষ তাদের(বিএনপিকে) কেন ভোট দেবে এমন প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, তারা দেশ কে দুর্নীতি,সন্ত্রাস,জঙ্গীবাদের রাজত্ব ছাড়া আর কি দিয়েছে?।’ আওয়ামীলীগ সরকার দেশের যে উন্নয়ন করেছে যা অতিতের সব রেকর্ড ছেড়ে গেছে।
এই উন্নয়নকে ধরে রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই।’ নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে এলাকার জনগণকে সাথে নিয়ে আরেকবার দেশের জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে কাজ করার নির্দেশ দেন।
তিনি আরো বলেন,দেশের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগ সরকার, রাস্তা ঘাট,ব্রীজ, কালভাট, স্কুল কলেজ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং দেশের সমস্ত উন্নয়নমূলক কাজ করেছেন জননেত্রী শেখ হাসিনা সরকার।
শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য জঙ্গল ইউনিয়নবাসীকে আহবান করেন রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম।