1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ডাকাতির প্রস্তুতিকালে কিশোরগঞ্জে আট ডাকাত গ্রেফতার করা হয়। রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১০ জন  রাবিতে ছাত্রদলের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ নিজ গ্রামের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আছিয়া দর্শন খুন ও নারীনির্যাতন এর প্রতিবাদে মানববন্ধন ছাত্র গণঅধিকার পরিষদ কুমিল্লা দাউদকান্দি শাখা পত্নীতলায় স্বাধীনতা দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত পত্নীতলায় দুই ইটভাটাকে অর্থদন্ড ও বন্ধ ঘোষণা জয়পুরহাটে ১ লাখ ৩৬ হাজার ২১৫ জন শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে  টাঙ্গাইল নাগরপুরে নির্বাচন অফিসের কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী কুরআন-সুন্নাহ ও তাকওয়া ভিত্তিক জীবন গঠনই তরীকা তাসাউফ চর্চার মূল লক্ষ্য -ছারছীনার পীর ছাহেব

ভোলার প্রাণকেন্দ্র নতুন বাজার, জমে থাকা আবর্জনার কারণে হচ্ছে পরিবেশ দূষণ নজর নেই সিটি করপোরেশনের। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১১৩ বার পঠিত

ভোলার প্রাণকেন্দ্র নতুন বাজার, জমে থাকা আবর্জনার কারণে হচ্ছে: পরিবেশ দূষণ! নজর নেই সিটি করপোরেশনের

জেলা প্রতিনিধি, ভোলা

ভোলার প্রাণকেন্দ্র নতুন বাজার প্রধান পোস্ট অফিস সংলগ্ন স্থানে রাস্তার পাশের জায়গাটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এই রাস্তাটি দিয়ে ভোলা জেলার প্রধান পোস্ট অফিস, ভোলার সদর মডেল থানা, পুলিশ সুপার কার্যালয়, জেলা প্রশাসন কার্যালয়, শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী অফিস,    গার্লস্কুল স্কুল, মাদ্রাসা, বোডিং মসজিদ, ভোলা সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ভোলা সরকারি কলেজ, মহিলা কলেজ, নাজিউর রহমান ডিগ্রী কলেজ, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সহ সরকারি ও বেসরকারি ১০-১৫ টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে।

প্রায় ৫০০টি প্রতিষ্ঠান এবং আবাসিক বাড়িঘরের যাওয়ার প্রধান সড়ক, সকল শ্রেণীর লোকজনের যাতায়াতের জন্য এই রাস্তাটি ব্যবহার করে থাকেন। এবং এটি একটি গুরুত্বপূর্ন রাস্তা হিসেব পরিচিত ভোলা বাসীর কাছে। ভোলা পৌরসভার ময়লা- আবর্জনা ফেলার স্থায়ীস্থান (ডাম্পিং স্টেশন) না থাকায় সড়কের পাশ ঘেঁষেই শহরের সব ময়লা- আবর্জনা ফেলা হচ্ছে প্রতিনিয়ত।

প্রায় কয়েক বছরের বেশি সময় ধরে সড়কের পাশে ময়লা ফেলতে ফেলতে স্থানটি ময়লার স্তূপে পরিণত হয়েছে। এর দুর্গন্ধে পাশ দিয়ে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জনজীবনে। ময়লা ছড়িয়ে- ছিটিয়ে পুরো বাজারে আশে পাশে দূষিত হয়ে ছরাচ্ছে রোগ জীবানু এগুলো সময় মত সঠিক স্থানে না রাখলে পথচারী নানান রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ রাস্তায় প্রতিদিন শত-শত মানুষের চলাচল থাকা শর্তেও প্রতিনিয়ত দুর্ভোগে পড়েন হাজারও পথচারীরা। এতে পরিবেশ দূষণসহ মানুষের মধ্যে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা জানান, রাস্তার পাশে নতুন বাজার পোস্ট অফিসের চত্বরে প্রায় কয়েক বছরের বেশি সময় ধরে এভাবেই পড়ে রয়েছে পৌরসভার ময়লার স্তূপ। আবর্জনার স্তূপে দুর্গন্ধের কারণে এই রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।

এতে দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে রোগ বালাই। দুর্গন্ধের স্থান হিসেবে পরিণত হয়েছে এলাকাটি। পৌরসভা হলেও স্থায়ী ময়লা ফেলার ব্যবস্থা না থাকার ফলে পৌরবাসীদের অস্বাস্থ্যকর পরিবেশেই থাকতে হচ্ছে। বিভিন্ন সময়ে পৌরসভা ও উপজেলা প্রশাসনের কাছে বিষয়টি জানিয়েও কোন কাজে আসেনি। পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন। ভোলা নতুন বাজারের দোকান ব্যবসায়ীরা ও পথচারী সাধারণ জনগণরা।

এ বিষয়ে ভোলা পৌরসভার নির্বাহী সচিব মোঃ আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, পৌরসভার নির্দিষ্ট ময়লা ফেলার কোনো জায়গা না থাকার কারণে। পোস্ট অফিসের মোড়ে ময়লা আবর্জনা পালাতে হচ্ছে। এই ময়লা গুলো প্রতিদিন আমাদের পৌরসভার গাড়িতে করে নিয়ে নির্দিষ্ট স্থানে পালানো হবে।

পৌরসভায় ময়লার ডাস্টবিন না থাকার কারণে পোস্ট অফিসের মোড়ে ডাস্টবিন দেওয়া হয়নি। পৌরসভার পক্ষ থেকে ডাস্টবিন দেওয়া হবে। এবং প্রতিদিন পরিষ্কার করে ময়লা নিয়ে যাবে। বলে তিনি নিশ্চিত করেছেন গণমাধ্যম কর্মীদেরকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD