
আত্মীয়তায় টান
সোহরাব হোসেন
সম্পর্কের তুলনায় আজ আমি অতি নগন্য
আমার চেয়েও অন্যরা বেশ ভালো !
অর্থ কড়ির মানদণ্ডে নিম্নচাপ সৃষ্টিতে-
স্যাঁতস্যাঁতে অবস্থানে আমার পরিবেশ।
বৈরী পরিস্থিতিতেই পর্যবসিত মোরা
যতটা নেওয়া গুরুত্বের খবরগুলো।
আমি হয়তো ছিলাম আপন; তবে
আজ খরস্রোতা এক পরিচিতি!
এটাও কিন্তু ৩য় পক্ষের চালিয়ে দেওয়া
আচমকা কুটনৈতিক এক চিঠি।
যাদের জন্য মাঝেমধ্যেই কাঁদে প্রাণ
তাদেরও নয়; কিন্তু কম অভিমান!
দিন শেষে বুঝতে পারি,ওটা যে ঐ রক্তের টান।
ছিলোনা এমন হয়েছে যেমন, আমার
আকাশে কালো মেঘেতে আনাগোনা!
আবারও ফিরবে হুশ,চেতনার অবকাশে,
মনে রেখঃ সেদিন ঠিকই হবে স্মরণ ;
প্রবাহিত পবনে সম্পর্কের বেড়াজালে!
জেগেছে চর, হয়েছি হয়তো একটু পর ;
আশা করি,আসিবে আষাঢ় নামিবে ঢল
শুকনো চরে বইবে স্রোত,গাইবে মাঝি গান,
যখন তোমাদের আত্মীয়তায় পড়বে টান!