গোয়ালন্দের দৌলতদিয়ায় এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত।
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় সরকারি কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সুবিধাবঞ্চিত দৌলতদিয়া পূর্বপাড়ার স্কুল পড়ুয়া শিশুদের মায়েদের অংশগ্রহণে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জুলাই) সকাল ১১ টায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস-এর আয়োজনে এ এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
সহযোগিতায় কেকেএস সিএসইসি (সিসেক) প্রকল্প।
সমন্বয় সভায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলের সভাপতিত্বে কেকেএস সিএসইসি (সিসেক) প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জুলিয়ানা বাড়ৈ’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমীন, উপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান তোফায়েল হোসেন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার সালমা বেগম, উপজেলা নির্বাচন অফিসার মো. নিজাম উদ্দিন আহম্মেদ, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান চম্পা খাতুন, সদস্য আলমগীর হোসেন, আ: গফুর খান, মো. আইয়ুব খাঁ, মো. ফজলুল হক, মহিলা সদস্য আলেয়া খাতুন, নুরজাহান বেগম, ইউপি সচিব মো. মেনামুল হাসান মিন্টু, কেকেএস এনজিও দৌলতদিয়া শাখার ব্যাবস্থাপক মো. কাইমদ্দিন মোল্লা, সহকারি ম্যানেজার মো. মন্জুরুল আলম, কেকেএস সিএসইসি (সিসেক) প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর আরিফা খাতুনসহ দৌলতদিয়া যৌনপল্লীর সুবিধাভোগী মায়েরা উপস্থিত ছিলেন।