কবির কবিতা প্রেম
পথে পথে হাটে কবি দুচোখ ভরে কবিতা নিয়ে বৃষ্টিতে ভিজে-
কত ইন্দ্রিয় কবিতা লিখার ভাষা সম্মোহনে বিচিত্র দৃশ্যে সাজে।
অশ্রু জলে কতটুকু আঁকা যায় তারে?
আর কতটুকুই ধরা দেয় মুদ্রণ অক্ষরে?
ইচ্ছে করে এক ঝাঁক তীর ছুঁরে হৃদয়ে ধরে রাখি যেন দেবান্তরের সেই ঘাটে-
ইচ্ছে জাগে যেন মেঘলা আকাশের গাথুনি তীর বেঁধে রাখি এই তটে।
ফুল ফুটুক সেই খানে, রক্ত ঝড়ুক, মধু ভুরুক সেই ফুলে-
গুন গুন করে ভোমরা উড়ুক, কবি যেন সেই আনন্দ দোলে।
বাতাসের তোড়ে উঠুক ঢেউ সেই ভোমরার গুঞ্জরণে –
সমুদ্র দেখুক কেউ লোনা জল সেই ঢেউ আবরণে।
হঠাৎ তারে যেন ঢেকে দিয়েছে একঝাঁক মেঘ এসে-
বৃষ্টি আসে সেই মেঘে যেন প্রেমের মতন করে ভালোবেসে।
বৃষ্টিতে বাজায় বাঁশি- শ্যাম
এ যেন কবির কবিতা প্রেম।।