মুজিবনগর প্রবীণদের একাকিত্ব দূর করতে পিকনিকে মাতল রতনপুর গ্রামে উদ্দ্যোগী সন্তানরা
মুজিবননগর প্রতিনিধি
বয়স্করা আজ বড় একা, অনেকেরই সন্তান কর্মসূত্রে বাইরে থাকেন, জীবনের পড়ন্ত বেলায় দুটো কথা বলবেন এমন মানুষের বড় অভাব তাঁদের, সংসারে কেউ না থাকায় অনেকেই শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কাটাতে বাধ্য হচ্ছেন, কারোর সন্তান আবার নিজেই মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে পেটের খাবারের জন্য শহরে পাড়ি দিয়েছে,সব মিলিয়ে সায়হ্নকালে এসে এই মানুষগুলির জীবনে বোধহয় একাকীত্বই একমাত্র পাওনা হয়ে দাঁড়িয়েছে! সেই তাঁদেরই মুখে এবার হাসি ফোটাতে এগিয়ে এল মুজিবনগর উপজেলা রতনপুর গ্রামে উদ্দোগী সন্তানরা, বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে পিকনিকে মাতলেন রতনপুর উদ্দোগী সন্তানরা। শুক্রবার রতনপুর সাধু পিতরের চার্চে বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে পিকনিকের আয়োজন করে বিশু সরকার এর পরিবার ও রতনপুর গ্রামে উদ্দোগী সন্তান লিটন মন্ডল, গ্রাব্রিয়েল তরফদার, তুষার বিশ্বাস, পিটার মন্ডল, সুমন মন্ডল খাওয়া-দাওয়া, গান-বাজনা নিয়ে এক জমজমাট দিন কাটে,রতনপুর প্রায় ৪০ জন প্রবীণকে নিয়ে এই চড়ুইভাতির আয়োজন করা হয়,রতনপুর উদ্দোগী সন্তান্দের উদ্যোগে এক মানবিক কর্মসূচি শুরু হয়েছে। যার নাম দেওয়া হয়েছে প্রবীণদের বন্ধু হই,শুক্রবার সেই বন্ধু উদ্যোগেই পিকিনিকের আয়োজন করা হয়। একই সঙ্গে বৃদ্ধ-বৃদ্ধাদের আলাপ আলোচনা হয়, অনেক প্রবীণ নাগরিক বাড়িতে একা থাকেন,কারোর ছেলে-মেয়ে চাকরি সূত্রে বাইরে চলে গেছে,তাঁদের এই একাকীত্ব জীবনে একটু আনন্দ দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য ছিল।