রংপুরে মা ও শিশু জেনারেল হাসপাতালে নাকের পলিপ অপারেশন: নাঈম নামের এক যুবকের মৃত্যু।
রংপুর ব্যুরো : রংপুর নগরীর ধাপ এলাকায় মা ও শিশু জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নাকের পলিপ অপারেশন করতে গিয়ে নাঈম নামের এক যুবক নিহত। এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ মাত্রা অতিরিক্ত চেতনানাশক ওষুধ প্রয়োগ করা হয়েছে। ফলে অপারেশন টেবিলেই মারা গেছেন নাঈম। এঘটনায় ভুক্তভোগী রোগীর লোকজন ৯৯৯ নাম্বারে ফোন করলে ঘটনাস্থলে পুলিশে উপস্থিতি টের পেয়ে ক্লিনিক কর্তৃপক্ষ সবাই পালিয়ে যায়।
পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায় গতকাল ২৬ জুন/২৪ নাঈম হোসেন নাকের পলিপ অপারেশন করতে ভর্তি হয় ক্লিনিকে। রাত আনুমানিক ১২টার দিকে অপারেশনের জন্য এ্যনেসথেশিয়া ডঃ রেজা রোগীকে চেতনানাশক ইনজেকশন পুশ করলে সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নাঈম। রোগীর লোকজনকে বুঝতে না দিয়ে সার্জন ডাঃ শ্যামল চন্দ্র ও সহযোগী ডাঃ নিশি রোগী নাঈমের নাকের পলিপ অপারেশন করেন। নাঈম কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন মনিডাকুয়া গ্রামের শাহ আলমের পুত্র। নাঈম ছিল কুরআনের হাফিজ। বিষয়টি জানাজানি হলে ক্লিনিক কর্তৃপক্ষের সকলে পালিয়ে যায়। ঘটনাস্থলে রংপুর জেলা সিভিল সার্জন কর্তৃপক্ষের প্রতিনিধি ডাঃ আক্তারুজ্জামান উপস্থিত হয়ে সার্বিক পর্যবেক্ষণ করেন। উপস্থিত সংবাদ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। ক্লিনিকটি সাময়িক ভাবে বন্ধ থাকবে।